জীবনদীপ
একটি অনলাইন রক্তদাতা গোষ্ঠী
পটভূমি :
বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে অগণিত অকুতোভয় বীর যেমন লড়াই করেছেন তেমনি তিরিশ লাখ বাঙালি শহীদও হয়েছেন। এদের মধ্যেই মিশে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন ছাত্র-শিক্ষক মিলিয়ে প্রায় চল্লিশ জন বীর বাঙালি। ঊনিশ্শো চুয়াত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন বিনয় ভূষণ মজুমদার ও সহযোগী ছাত্রনেতৃবৃন্দ সেইসব অমর শহীদানের স্মৃতিতে শহীদ স্মৃতিস্তম্ভ বা শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। রক্তদান কর্মসূচি আয়োজন করে, রক্তদানের মাধ্যমে সংগৃহীত অনুদান দিয়েই তারা সেদিন সেই শহীদ মিনার নির্মাণ করেছিলেন যাতে ঊনিশ্শো পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমনকালে পুষ্পার্ঘ্য নিবেদনের কথা ছিলো। সেই রক্তদান কর্মসূচিতে প্রথম যিনি রক্ত দিয়েছিলেন তিনি আজকের অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার। ক্ষীণ স্বাস্থ্যের কারণে শিক্ষকদের স্নেহমাখা নিষেধ সত্ত্বেও কেবলমাত্র মনোবলে ও মুক্তিযুদ্ধের মহান চেতনায় উজ্জীবিত হয়ে তিনি সেদিন এক ব্যাগ রক্ত দান করেছিলেন। প্রথম রক্তদানের সেই মানবিক চেতনাই পরবর্তীতে তাকে উদ্বুদ্ধ করে তোলে তীব্রভাবে- যার ফলশ্রুতিতে জন্ম নেয় ‘জীবনদীপ’।
সংক্ষিপ্ত ইতিহাস :
রক্ত দিন জীবন বাঁচান’ এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে ইলিশের বাড়ি চাঁদপুর’ এ সর্বপ্রথম তিন জানুয়ারি ঊনিশো ঊননব্বই সালে চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি পালিত হয়। চার নভেম্বর ঊনিশো আটাশি সালে চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমে বিবেকানন্দ যুব সংঘ প্রতিষ্ঠিত হয়, যার প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার। মূলতঃ তৎকালীন বিবেকানন্দ যুব সংঘের উদ্যোগেই ঊননব্বই সালের জানুয়ারি মাসের তিন তারিখ শুভ কল্পতরু উৎসবের অনুষ্ঠান মালার অংশ হিসেবে রক্তদান কর্মসূচি গৃহীত ও পালিত হয়। সেই থেকে অদ্যাবধি এই কর্মসূচি বলবৎ আছে। বিবেকানন্দ যুব সংঘের সহযোগিতায় অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার প্রণীত এই মানবিক উদ্যোগ আজও মানবতার অনন্য চেতনায় চলমান আছে এবং ব্যাপক পরিসরে বিস্তৃত হয়ে চাঁদপুরের বিখ্যাত মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সংশ্লিষ্ট হয়েছে। দুই হাজার দশ সালের ডিসেম্বর হতে এই মানবিক কর্মসূচির স্বপ্নদ্রষ্টার প্রয়াসে বিজয় মেলায় চাঁদপুর ভ্যাকসিন সেন্টার নামক সংস্থার সহায়তায় চলমান আছে। এতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অন্তর্ভুক্ত আছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহায়তায় অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদারের এই মহতী উদ্যোগে ইতোমধ্যেই সাতাশ হাজার ব্যাগ রক্ত দান করা হয়েছে।
আজকের আবেদন :
মানবসেবার ব্রত নিয়ে বিবেকানন্দ যুব সংঘের প্রগতিবান ও অসাম্প্রদায়িক যুবকদের এই মহান উদ্যোগ অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার আজ ছড়িয়ে দিতে চান বিশ্বজনের মাঝে। তাই ‘মানুষ মানুষের জন্যে’- এই মহান বাণীকে স্মরণে রেখে রক্তদানের এই মহতী প্রয়াসকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো অধিক সংখ্যক সেবা গ্রহীতার কাছে পৌঁছানোর অভিপ্রায়ে জীবনদীপ’ নামে এই গোষ্ঠীর অনলাইন আত্মপ্রকাশ। আপনার এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষের জীবনে ফোটাতে পারে প্রাণের হাসি। এই আহ্বানকে সামনে রেখে জীবনদীপ’ অনলাইন রক্ত দাতাগোষ্ঠী ওয়েব সাইটের মাধ্যমে বৈভব মজুমদারের সঞ্চালনায় জেগে থাকবে নিরন্তর আপনাদের প্রয়োজনে, আপনাদের সহায়তায়।
অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার
সভাপতি, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি